1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চীনা সাংবাদিকদের ওপর মার্কিন বিধিনিষেধে বেইজিংয়ের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ০৮:৪৯ পিএম চীনা সাংবাদিকদের ওপর মার্কিন বিধিনিষেধে বেইজিংয়ের নিন্দা

ঢাকা : চীনা গণমাধ্যমের ওপরে মার্কিন সরকার যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, তারা এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান মঙ্গলবার (৩ মার্চ) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, ভিত্তিহীন কারণ দেখিয়ে মার্কিন সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক চীনা সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নমূলক ব্যবস্থা নিয়েছে।

গতকাল ওয়াশিংটন ঘোষণা করে যে, আমেরিকাভিত্তিক পাঁচটি গণমাধ্যমে কর্মরত চীনের সাংবাদিকদের সংখ্যা ১৬০ থেকে ১০০-তে নামিয়ে আনা হবে। আগামী ১৩ মার্চের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করবে ওয়াশিংটন। পাঁচটি গণমাধ্যমের ভেতরে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রয়েছে।

আমেরিকা অভিযোগ করে আসছে, দীর্ঘদিন ধরে চীন সরকার সাংবাদিকদের ভয়-ভীতি দেখায় এবং হয়রানি করে। এর জবাবে সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা মুখপাত্র বলেন, আমেরিকার এই সিদ্ধান্তের জবাব দেয়ার অধিকার রাখে বেইজিং। তিনি বলেন, আমেরিকাই আগে নিয়ম ভঙ্গ করেছে, চীন শুধু তা অনুসরণ করছে।

সূত্র : পার্স টুডে

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner