1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফের পেছালো নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৩, ২০২০, ১১:১৫ এএম ফের পেছালো নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি

ঢাকা : নির্ভয়াকে ধর্ষণ করার সাত বছর তিন মাস পরেও ফাঁসি হলো না ধর্ষকদের। ঠিক ছিলো মঙ্গলবার সকাল ছ'টায় ফাঁসি হবে অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, মুকেশ সিং ও বিনয় শর্মার। সোমবার সকালে প্রথমে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট দুই অপরাধীর ফাঁসি স্থগিত রাখার আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টেও পবন শর্মার বিশেষ আবেদন খারিজ হয়ে যায়। তখন তার হাতে থাকা শেষ অস্ত্র প্রয়োগ করে পবন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন। সুপ্রিম কোর্টের রায় হল, প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে গেলেও তার পরের ১৪ দিন আবেদনকারীদের ফাঁসি দেওয়া যাবে না। কেন্দ্রীয় স্বরষ্ট্র মন্ত্রক পবনের আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। তাঁর সিদ্ধান্তের কথা সোমবার বিকেল পর্যন্ত জানা যায়নি। তবে রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানার পরে আর কোনও আবেদন করতে পারবে না ধর্ষকরা।

ধর্ষণকারীকে সাজা দিতে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনাটাই যথেষ্ট নয়৷ ধর্ষণ যে হয়েছে, সেটা প্রমাণ করতে হয়৷ তাই এতদিন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকরা দুই আঙুল পরীক্ষা করতেন৷

এ দিকে ফাঁসি দেওয়ার জন্য তিহার জেল কর্তৃপক্ষ তৈরি। মিরাট থেকে নিয়ে আসা হয়েছে পবন জল্লাদকে।  দুই দিন আগেই পবন তিহার জেলে এসে গিয়েছেন। জেল চত্বরেই রাত কাটাচ্ছেন। ফাঁসির দড়ি পরীক্ষা করা হয়ে গিয়েছে। ফাঁসিকাঠও বেশ কয়েকবার পরীক্ষা করে দেখা হয়েছে। তিহার কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের প্রস্তুতি শেষ।  প্রবীণ সাংবাদিক গুলশন জানিয়েছেন, ‘পবনের কাজ হলো, অপরাধীরা ফাঁসির মঞ্চে এলে তাদের গলায় দড়ি পরিয়ে দেয়া। চারজনের ফাঁসি একসঙ্গে হবে। কাঠের পাটাতনের ওপর অপরাধীদের দাঁড় করানো হবে। তারপর বোতাম টিপে দিলে সেই কাঠ সরে যাবে। অপরাধীদের শরীর ঝুলে পড়বে।’

আদালত অপরাধীদের শেষ আবেদন খারিজ করার পর নির্ভয়ার বাবা-মা-র মুখে স্বস্তির হাসি ফুটেছিল। নির্ভয়ার মা বলেছিলেন, ‘আদালতের ওপর আমাদের পুরো আস্থা আছে। দেরি হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ন্যায়বিচার হয়েছে। আমার মনে আর কোনও সন্দেহ নেই যে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি মঙ্গলবার সকালে হবেই।’ বলতে বলতে তাঁর চোখে জল চলে আসে। কান্নায় ভেঙে পড়েন তিনি। ফিরে যান সেই দিনের কথায়, যে দিন অসহায় নির্ভয়ার যৌনাঙ্গে রড ঢুকিয়ে অত্যাচার করেছিল অপরাধীরা। নির্মম অত্যাচার করার পর তাঁর দেহ বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল। নির্ভয়া এরপরও লড়াই করেছিলেন কয়েকদিন। শেষ পর্যন্ত আর পারেননি। প্রায় সাত বছর তিন মাস ধরে নির্ভয়ার পরিবার তো বটেই, গোটা দেশকে সেই ঘটনা পলে পলে দগ্ধ করেছে। নির্ভয়ার বাবাও বলেছেন, ‘আমার মনে কোনও সন্দেহ নেই যে, ফাঁসি মঙ্গলবারই হবে। নির্ভয়া ন্যায়বিচার পেয়েছে।’ তবে শেষ পর্যন্ত তাঁদের আশা পূর্ণ হল না। আরও কিছুদিন তাঁদের অপেক্ষা করতে হবে।

তবে ফাঁসি মঙ্গলবার হবে কি না, তা নিয়ে দিনভর জল্পনা ছিল তুঙ্গে। সকালে দুইজন ধর্ষকের আবেদন নিম্ন আদালত খারিজ করার পর একজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দ্রুত তাদের মতামত দিয়ে সেই আবেদন পাঠিয়ে দেয় রাষ্ট্রপতির কাছে। সুপ্রিম কোর্টও তাদের শেষ আবেদন খারিজ করে দেয়। তারপরে নিম্ন আদালত আবার বাকি দুইজনের আবেদন  নিয়ে রায় দেয়। কিন্তু প্রশ্ন ওঠে, সুপ্রিম কোর্টের আগের রায় মানলে তো ফাঁসি মঙ্গলবার হবে না? শেষ পর্যন্ত পাঁচটা নাগাদ নিম্ন আদালত বলে, মঙ্গলবার ফাঁসি হবে না।

সূত্র : ডয়েচে ভেলে

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner