1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

এবার জ্বলছে মেঘালয়, তুমুল সংঘর্ষ, কারফিউ জারি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৪:৪৭ পিএম এবার জ্বলছে মেঘালয়, তুমুল সংঘর্ষ, কারফিউ জারি, নিহত ১

ভারতে দিল্লির সহিংস ঘটনার রেশ না কাটতের এবার আগুন নিয়ে উত্তপ্ত হয়ে উঠল ভারতের মেঘালয় রাজ্য। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও ইনার লাইন পারমিট (আইএলপি) -কে কেন্দ্র করে খাসি ছাত্র সংগঠন ও অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে একজন। বহু দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে শিলং-এ। রাজ্যের ছয় জেলায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে।  

টুইটবার্তায় মেঘালয় পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে খাসি ছাত্র সংগঠন, কেএসইউ-এর সঙ্গে বৈঠকের পরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কেএসইউ সদস্যদের সঙ্গে অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। বিক্ষোভকারীরা একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে কেএসইউ-এর এক সদস্য নিহত হন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশকর্মীও। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড শর্মা। শান্তি বজায় রাখতে আবেদন করে টুইট করেছেন রাজ্যপাল তথাগত রায়। 

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner