1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চীনে সেরে ওঠা রোগীরা পুনরায় করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৩:২৯ পিএম চীনে সেরে ওঠা রোগীরা পুনরায় করোনায় আক্রান্ত

করোনাভাইরাস নিয়ে চালানো এ যাবতকালের সবচেয়ে বড় স্বাস্থ্য-সমীক্ষায় বলা হয়েছে, করোনাভাইরাস কোভিড-১৯’এ আক্রান্ত ৮১ শতাংশ রোগীই মৃদুভাবে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া, রোগ থেকে পুরোপুরি সেরেও উঠেছেন।

চীনের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের চালানো এ স্বাস্থ্য-সমীক্ষা সম্প্রতি প্রকাশিত হয়েছে। চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত চীনে এ রোগে ৪৪, ৬৭২ জন আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়। মৃদু আক্রান্তদের ক্ষেত্রে নিউমোনিয়া এমনকি মৃদু নিউমোনিয়াও দেখা দেয়নি। নিউমোনিয়াকে ফুসফুসের সংক্রমণ হিসেবে গণ্য করা হয়।

মৃদু ছাড়াও এ রোগে আক্রান্তদের আরো দুই ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো মারাত্মক এবং সংকটাপন্ন। শ্বাসকষ্ট বা ফুসফুসের সংকট দেখা দিলে তাকে মারাত্মক হিসেবে ধরা হয়। অন্যদিকে সংকটাপন্ন বলতে রোগীর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস চালাতে ব্যর্থ হওয়াকে বোঝানো হয়।

মৃদু আক্রান্ত বেশির ভাগ রোগীই পুরোপুরি সেরে ওঠেন। তাদের মধ্যে সাধারণ ফ্লুর মতো লক্ষণ দেখা দেয়। তবে এ সব রোগী ভিন্নভাবে হুমকি হয়ে ওঠেন বলে এ সমীক্ষায় বলা হয়েছে। এরা তেমন সতর্ক থাকেন না এবং রোগ ছড়ানোর বাহক হয়ে ওঠেন। ফলে এরা অজান্তেই অনেককে ঝুঁকির দিকে ঠেলে দেন। এদিকে ভিন্ন আরেক খবরে বলা হয়েছে, চীনে সেরে ওঠা রোগীদের ১৪ শতাংশ দ্বিতীয় দফা করোনায় আক্রান্ত হয়েছেন।  

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner