মহামারী করোনাভাইরাসে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮০০ (২৭১৫ জনই চীনের) জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৮১ হাজার মানুষ। এর মধ্যে ৭৮ হাজারই চীনের বাসিন্দা। মোট ৪৪টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ধরা পড়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ধরা পড়ে। চীনের পর বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।
করোনাভাইরাসের এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিশ্বব্যাপী করোভাইরাস ছড়িয়ে পড়া স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র: আল জাজিরা
আগামীনিউজ/হাসি