সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকের একটি ফ্লোর থেকে করোনাভাইরাস আতঙ্কে প্রায় ৩০০ কর্মীকে সরিয়ে নেয়া হয়েছে । এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বুধবার(১২ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।
এই ঘটনায় এক বিবৃতিতে ডিবিএস ব্যাংক জানায়, সতর্কতাবশত করোনা আক্রান্ত ফ্লোর থেকে কর্মীদের বাড়িতে পাঠান হয়েছে। জানা গেছে, করোনা ভাইরাসের আক্রান্ত ওই কর্মীকে মঙ্গলবার পরীক্ষা করা হয় । বুধবার ওই কর্মীর শরীরে করোনা ভাইরাস থাকার কথা নিশ্চিত করেছে চিকিৎসকরা।
সিঙ্গাপুরে এই পর্যন্ত ৪৭ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।বিবিসি
আগামীনিউজ/নাঈম