1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নাগরিকত্ব দিলে বাংলাদেশের অর্ধেক লোক ভারতে আসবে : কিষেন রেড্ডি

নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২০, ১০:৩২ এএম নাগরিকত্ব দিলে বাংলাদেশের অর্ধেক লোক ভারতে আসবে : কিষেন রেড্ডি

নাগরিকত্ব দিলে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই ভারতে চলে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি।

রোববার (৯ ফেব্রুয়ারি) ভারতের হায়দরাবাদে বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ভারতে বিজিপি সরকারের পাস করা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কীভাবে দেশটির ১৩০ কোটি জনসংখ্যার জন ক্ষতির তা প্রমাণ করতেও কিষেন রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওকে চ্যালেঞ্জ করেন।

বাংলাদেশের প্রতি বিষোদ্গার করে কিষেন রেড্ডি বলেন, ‘ভারত যদি নাগরিকত্বের প্রস্তাব দেয়, তাহলে বাংলাদেশের অর্ধেক খালি হয়ে যাবে। অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবে নাগরিকত্ব নিতে। এর দায়িত্ব কে নেবে, কংগ্রেস নাকি রাহুল গান্ধী? তারা অনুপ্রবেশকারীদের জন্য নাগরিকত্ব চায়।’

তিনি বলেন, ‘ভারত সরকার সিএএ পুনর্মূল্যায়নে প্রস্তুত, কিন্তু কাউকে দেখাতে হবে, এতে দেশের ১৩০ কোটি জনগণের বিরুদ্ধে একটি কথাও আছে, পাকিস্তানি বা বাংলাদেশি মুসলিমদের জন্য নয়। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের কয়েকটি নিপীড়িত সম্প্রদায়ের জন্য মানবিকভিত্তিতে সিএএ পাস হয়েছে। অথচ কিছু রাজনৈতিক দল দাবি করেছে, সেসব দেশের মুসলমানকে নাগরিকত্ব দেওয়া হোক।’

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner