1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পেনামব্রাল চন্দ্রগ্রহণ আজ

তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: মে ৫, ২০২৩, ১০:৩০ এএম পেনামব্রাল চন্দ্রগ্রহণ আজ

ঢাকাঃ আজ ৫ মে শুক্রবার পেনামব্রাল চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে। গ্রহণ শুরু হবে রাত সোয়া নয়টায়। শেষ হবে রাত ১ টা ৩২ মিনিটে।

পৃথিবী চাঁদের থেকে অনেক বড়। অর্থাৎ প্রাকৃতিক উপগ্রহের থেকে পৃথিবীর ছায়াও অনেক বড়। এই কারণে সূর্যগ্রহণের থেকে চন্দ্রগ্রহণ পৃথিবীর বেশি অংশে দৃশ্যমান হয়। ৫ মে পৃথিবীর বেশিরভাগ অংশে দৃশ্যমান হওয়া উচিত যেখানে চন্দ্রগ্রহণের সময় চাঁদ দিগন্তের উপরে থাকবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে, চন্দ্রগ্রহণ যেখানে দেখা যাবে সেই তালিকায় অ্যান্টার্কটিকা, এশিয়া, রাশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়া মহাদেশ অন্তর্ভুক্ত রয়েছে। এই পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ আকাশের দক্ষিণ-পূর্ব অংশে দৃশ্যমান হবে। এটি সবথেকে বড়ো গ্রহণের সময় দিগন্তের প্রায় ৪০ ডিগ্রি উপরে থাকবে। 

আজ ৫ মে যখন চন্দ্রগ্রহণ হবে, তখন চাঁদ সূর্যের মতো পৃথিবীর ঠিক বিপরীতে থাকবে না। এর মানে হল এই গ্রহণ এমনটা হবে না যে, যেখানে সূর্যের আলো পৃথিবী দ্বারা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হবে। ৫ মে গ্রহণের সময় পূর্ণ চাঁদ পৃথিবীর ছাতার দক্ষিণে বা তার অন্ধকার ছায়ায় থাকবে।

এর ফলে চাঁদ সম্পূর্ণরূপে অবরুদ্ধ হওয়ার পরিবর্তে, তার উজ্জ্বলতা হ্রাস পাবে। আর চাঁদের বেশিরভাগ চাকতি কিছুটা হলেও আলোকিত থাকবে। যেহেতু ৫ মে গ্রহণ চাঁদের উজ্জ্বলতাকে অল্প পরিমাণে কমিয়ে দেবে, তাই এটি একটি সূক্ষ্ম ঘটনা হতে চলেছে, যা আপনার তীক্ষ্ণ দৃষ্টি না থাকলে পর্যবেক্ষণ করা একটু কঠিন হবে।

৫ মের এই পেনামব্রাল চন্দ্রগ্রহণ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহের উপর সূক্ষ্ম প্রভাব ফেলবে। এর মানে হল যে, ঘটনাটি প্রায় অদৃশ্য হয়ে যাবে যদি না আপনি গভীর মনোযোগ দেন। কিন্তু সূর্যগ্রহণের বিপরীতে, চন্দ্রগ্রহণ আপনার খালি চোখে সরাসরি দেখতে পাবেন, তা সম্পূর্ণ নিরাপদ। চাঁদের গ্রহণ দেখতে খালি চোখে কোনো বাধাই নেই।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner