1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

স্বাধীন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করল পোকো

আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৭:১০ পিএম স্বাধীন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করল পোকো

পোকো এতো দিন শাওমির সাব ব্র্যান্ড হিসেবে পরিচিত ছিল। তবে এখন আলাদা হয়ে স্বাধীন একটি ব্র্যান্ড হিসেবে নাম লেখালো পোকো।

২০১৮ সালে পোকোফোন এফ১ বাজারে আসে। সে সময় ফোনটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। এর মাঝে আর কোনো পোকো ফোন বাজারে আনেনি শাওমি।

শাওমির ছায়াতল থেকে বেরিয়ে পোকো এখন স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন শাওমি ভারতের সিইও মনু কুমার জৈন।

প্রিমিয়াম ফোনের বাজারে নিজেদের অবস্থান তৈরিতে পোকোকে আলাদা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় শাওমি। রেডমি ব্র্যান্ডের নাম দিয়ে তারা তৈরি করে মিডরেঞ্জের স্মার্টফোন। এই ফোনগুলো ঠিক ফ্ল্যাগশিপ ফোন নয় বলে পোকো ব্র্যান্ড তৈরি করেছে শাওমি।

পোকোফোন এফ১ এ ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ব্যাকআপের জন্য ছিল ৪০০০ এমএএইচ ব্যাটারি। পেছনে ছিল ১২ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এ পর্যন্ত ৫০টি দেশে বিক্রি হয়েছে ৩০০ ডলারের ফোনটি।

পোকোফোনের নতুন সংস্করণ কবে বাজারে আসবে তা জানা যায়নি। ফোনটির নাম হতে পারে পোকোফোন এফ ২।

আগামীনিউজ/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner