1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বিশ্বের প্রথম প্রতিবন্ধী নভোচারী যাচ্ছেন মহাকাশে!

তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২১, ১১:০৭ এএম বিশ্বের প্রথম প্রতিবন্ধী নভোচারী যাচ্ছেন মহাকাশে!

ঢাকাঃ এবার শারীরিকভাবে অক্ষমদের জন্যও মহাকাশ অভিযানের দিগন্ত খুলে দিচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। সংস্থাটি বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ বিষয়টি নিশ্চিত করে ইএসএ’র প্রধান জোসেফ অ্যাচবাচার জানিয়েছেন, শারীরিক প্রতিবন্ধীদের মহাকাশে পাঠানোর ঘোষণা দেওয়ার পর ২২ হাজার আবেদন জমা পড়ে। সেখান থেকে কয়েকজনকে বাছাই করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে থেকে একজনকে মহাকাশ অভিযানে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এই অভিযান সফল হলে সাধারণ মানুষও মহাকাশ অভিযানে যাওয়ার উৎসাহ পাবে। দূর আকাশের তারা শুধু পৃথিবীতে বসেই নয়, কাছে গিয়েও দেখার পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

খুব শিগগিরই মহাকাশ অভিযানে যাচ্ছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও। তার রকেট ইঞ্জিন তৈরির প্রতিষ্ঠান ব্লু অরিজিন মহাকাশ অভিযান চালাবে প্রথমবারের মতো মানুষ নিয়ে।

মহাকাশ অভিযানে বরাবরই প্রথম সারিতে রয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। চন্দ্রযাত্রা থেকে মঙ্গল অভিযান, ইএসএ-র চমকে দিয়েছে বিশ্বকে!

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner