1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শেষ বারের মতো টুইটারকে নোটিশ দিলো ভারত

তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৩:৫৭ পিএম শেষ বারের মতো টুইটারকে নোটিশ দিলো ভারত

ঢাকাঃ নতুন ‘বিতর্কিত’ তথ্যপ্রযুক্তি আইন মানতে শেষবারের মতো টুইটারকে নোটিশ দিয়েছে ভারত সরকার। না মানলে ‘অপ্রত্যাশিত পরিণতি’র মুখে পড়তে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ফেসবুক-গুগল-ইউটিউবসহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইতোমধ্যেই এই নতুন নির্দেশনা মেনে নিয়েছে। কিন্তু নতুন আইন নিয়ে ভারতের সঙ্গে প্রায় সংঘাতের পর্যায়ে যায় টুইটার।

আর এবার সেই সংঘাতের আবহের মাঝেই সংস্থাটিকে চূড়ান্ত নোটিশ দিল ভারত। আর কোনো সময় দেওয়া যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুন) ভারতের তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সাইবার আইন বিভাগের গ্রুপ কোঅর্ডিনেটর রাকেশ মাহেশ্বরী দেশটিতে টুইটারের ডেপুটি জেনারেল কাউন্সেল জিম বেকারকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নতুন আইন নিয়ে সরকারের পাঠানো আগের চিঠির যে জবাব টুইটার দিয়েছে, তাতে আইনটিতে পূর্ণ সম্মতি আছে কি না, তা পরিষ্কার নয়।

ভারতে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইন কার্যকর হয় গত মাসে। নতুন তথ্যপ্রযুক্তি আইনে ভারতে বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছে টুইটার। এ নিয়ে দেশটির সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় সংস্থাটির। টুইটারকে সতর্ক করে ভারতের স্পষ্ট বার্তা, বাকিদের মতো টুইটারকেও মেনে চলতে হবে নতুন তথ্যপ্রযুক্তি আইন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner