1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কোপা আমেরিকার পুর্নাঙ্গ সূচি ঘোষণা

খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৮:৪০ এএম কোপা আমেরিকার পুর্নাঙ্গ সূচি ঘোষণা

ঢাকাঃ কোপা আমেরিকা-২০২১ ফুটবল টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল খেলতে নামবে ভেনেজুয়েলার বিরুদ্ধে। বুধবার এক বিবৃতিতে কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

উদ্বোধনী ম্যাচ হবে গারিঞ্চা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুসারে আগামী ১৪ জুন রাত তিনটায় পরস্পরকে মোকাবিলা করবে ব্রাজিল ও ভেনেজুয়েলা। ১১ জুলাই ফাইনাল হবে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে।
সূচি অনুযায়ী, লাতিন আমেরিকার অপর মহাশক্তিধর দেশ আর্জেন্টিনা খেলতে নামছে ১৫ জুন রাত ৩টায়। লিওনেল মেসিদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চিলি।

গত সোমবার কোপা আমেরিকার আয়োজক হিসেবে ঘোষণা করা হয় ব্রাজিলের নাম। মূলত, আসরটি আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। তবে কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় ও আর্জেন্টিনায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশ দুটি থেকে সরিয়ে নেওয়া হয় কোপা আমেরিকার আসর। এই নিয়ে পরপর দুইবার কোপা আমেরিকা আয়োজন করতে চলেছে ব্রাজিল।

এর আগে, ২০১৯ সালের কোপা আমেরিকা ব্রাজিলেই অনুষ্ঠিত হয়েছিল। তবে ব্রাজিলও করোনা ভাইরাসের প্রকোপ যথেষ্ট মারাত্মক। তা সত্ত্বেও টুর্নামেন্ট সুষ্ঠুভাবেই আয়োজিত করার ব্যাপারে আশাবাদী আয়োজকরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner