ঢাকাঃ রাজধানীর শেরে-বাংলা নগরে কারিগরি ত্রুটির কারণে টেলিফোন এক্সচেঞ্জের প্রায় নয় হাজার টেলিফোন অকেজো হয়ে আছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে টেলিফোন এক্সচেঞ্জের আওতায় ’৯১১’, ’৯১২’, ’৯১৩’ ও ’৯১৪’ সিরিজের এই টেলিফোনগুলো অকেজো হয়ে পড়ে।
টেলিফোন অকেজো থাকার কারণে গ্রাহকরা অসুবিধা হওয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিফোনের ত্রুটি নিরসনে বিটিসিএল-এর প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।
অনেক পুরোনো এই টেলিফোন এক্সচেঞ্জের ত্রুটি আজকের মধ্যে নিরসন করা সম্ভব না হলে গ্রাহকদের সম্মতিতে আগামীকাল সোমবার থেকে অন্য এক্সচেঞ্জের নম্বর দিয়ে টেলিফোনগুলো চালু করা হবে।
আগামীনিউজ/এএইচ