1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

স্বাস্থ্য গবেষণায় বরাদ্দ ১০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৭:২৩ পিএম স্বাস্থ্য গবেষণায় বরাদ্দ ১০০ কোটি টাকা
সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ গতবারের মতো ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। দেশে করোনা মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনায় গুরুত্ব বেড়েছে। বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বাজেটে স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, স্বাস্থ্য খাতে অর্জনগুলোকে টেকসই করা ও ভবিষ্যতে মহামারির অভিঘাত হতে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা বৃদ্ধি করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর এর জন্য প্রয়োজন মান সম্পন্ন স্বাস্থ্য-শিক্ষা, প্রযুক্তি নির্ভর, গবেষণাভিত্তিক স্বাস্থ্যশিক্ষার সম্প্রসারণ।

গত অর্থবছরে স্বাস্থ্য-শিক্ষা ও প্রযুক্ত খাতের গবেষণার উন্নয়নে ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করা হয়েছে। এ তহবিলের জন্য চলতি অর্থবছরের ন্যায় আগামী অর্থবছরেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে ও তহবিলটি কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner