1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্রধানমন্ত্রী নির্দেশিত পুলিশ কর্তৃক গৃহহীনদের জন্য তৈরী বাড়ি কাল উদ্বোধন

উত্তরাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০২:৫৬ পিএম প্রধানমন্ত্রী নির্দেশিত পুলিশ কর্তৃক গৃহহীনদের জন্য তৈরী বাড়ি কাল উদ্বোধন

রংপুরঃ প্রধানমন্ত্রী নির্দেশিত মুজিববর্ষে গৃহহীনদের জন্য পুলিশ কর্তৃক নির্মিত বাড়ির কাজ উত্তরাঞ্চলে শেষ হয়েছে। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বাড়ির উদ্বোধন করবেন।

আধুনিক মানের বসবাস উপযোগী দুই শতক জমির ওপর নির্মাণ করা হয়েছে এসব বাড়ি। স্ট্যান্ডার্ড সাইজের দুই রুম বিশিষ্ট এই বাড়িগুলোতে থাকছে ডাইনিং স্পেস, রান্নাঘর, পায়খানা। সুপেয় পানি ও গোসলের জন্য বসানো হয়েছে নলকূপ। দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। পর্যাপ্ত আলো বাতাস যাতে ঘরে প্রবেশ করে সেজন্য লাগানো হয়েছে জানালা ও দরজা। মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রবিবার গণভবন থেকে ভাচুর্য়ালি ওইসব বাড়ির উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রংপুর বিভাগের ডিআইজি অফিস সূত্র জানায়, উত্তরাঞ্চলের ৫৮টি উপজেলায় ৬১টি গৃহহীন পরিবারের মাঝে স্থায়ী নিবাস হিসাবে এসব বাড়ির চাবি তুলে দেয়া হবে পরিবারের কর্তাদের হাতে। 

জানতে চাইলে রংপুর বিভাগের বিভাগীয় পুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচার্য মুঠোফোনে সত্যতা নিশ্চিত করেন।

জিকরুল হক/এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner