1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেওয়া হলো সাড়ে ৬৭ লাখ ডোজ টিকা

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ১১:৫৫ এএম প্রধানমন্ত্রীর জন্মদিনে দেওয়া হলো সাড়ে ৬৭ লাখ ডোজ টিকা
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে রাজধানীসহ সারাদেশে দুই ডোজ মিলিয়ে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন। আর ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ জনগোষ্ঠীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এদিন নিয়মিত টিকা কেন্দ্র ছাড়া বিশেষ ক্যাম্পেইনে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হয়।এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রথম ডোজ টিকা দেওয়াদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন রয়েছেন। আর নারী ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন। অপরদিকে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৭১ হাজার ১৯৭ জন ও নারী ৬২ হাজার ৬৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ ক্যাম্পেইন এবং নিয়মিত টিকাসহ মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে টিকা দেওয়া হয়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা দিয়েছেন চার কোটি ৮১লাখ ৩৯ হাজার ৭৫২ জনে।

তাদের মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ছয় হাজার ১৭ জন। আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner