1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কৃষকদের ৪২ কোটি টাকার প্রণোদনা: কৃষিমন্ত্রী

মোক্তার হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৮:০১ পিএম কৃষকদের ৪২ কোটি টাকার প্রণোদনা: কৃষিমন্ত্রী
ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ দেশ জুড়ে হিট শকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকার ইতোমধ্যে ৪২ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ও সহায়তা কর্মসূচিসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

একই সঙ্গে সরকার চাচ্ছে ভবিষ্যতে যাতে দেশের মেহনতি কৃষক ভাইদের এমন বিপর্যয়কর অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়। মন্ত্রী বলেন, আর সেজন্যেই  উচ্চ তাপমাত্রা সহনশীল এবং রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। রবিবার গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আকস্মিকভাবে পরিদর্শনকালে বিজ্ঞানীদের সাথে আলাপকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক উপরোক্ত কথাগুলো বলেন।  

বিজ্ঞানীরা দেশের কৃষকের কল্যাণে কি করছে তা সরেজমিনে দেখার জন্য আকস্মিকভাবে সেখানে ছুটে যান। সম্প্রতি দেশ জুড়ে উচ্চ তাপমাত্রা বা হিট শকে ধান ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির মতো বিপর্যয় মোকাবিলার জন্য বিজ্ঞানীরা কি করছে মূলত সে সম্পর্কে বাস্তব ধারণা লাভের জন্য তিনি অনেকটা হঠাৎ করেই ধান গবেষণার মাঠে এসে হাজির হন।

রোববার দুপুরে প্রায় ঘন্টাধিককাল ধরে তিনি ধান গবেষণার বিভিন্ন মাঠ ঘুরে দেখেন এবং ব্রির মহাপরিচালক ড. শাহজাহান কবীরসহ অন্যান্য উর্দ্ধতন বিজ্ঞানী কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।

এ সময় ব্রির গবেষণা মাঠে উচ্চ তাপমাত্রা সহনশীল ধান,  বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ প্রতিরোধী ধানের জাত, অধিক ফলনশীল ধান, হাইব্রিড ধান এবং দেশ-বিদেশ থেকে সংগৃহীত কালো ধানসহ বিভিন্ন উন্নত গুণগতমান সম্পন্ন ধানের প্রদশর্নী প্লটসমূহ পর্যবেক্ষণ করেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner