ঢাকাঃ দেশে গণহারে চলমান টিকাদান কর্মসূচির পঞ্চম দিন হিসেবে আজ টিকা গ্রহণ করেছেন দুই লাখেরও বেশি মানুষ। যারা টিকা গ্রহণ করেছেন এদের মধ্যে ৮৬ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীসহ সারা দেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য কেন্দ্রে বৃহস্পতিবার সর্বমোট দুই লাখ চার হাজার ৫৪০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২ জন পুরুষ ও ৬৪ হাজার ৩৮৮ জন নারী রয়েছেন। এছাড়া ৮৬ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সর্বমোট টিকা নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন।
আগামীনিউজ/এএইচ