1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্রেমিকার জন্য সংগীতশিল্পী সোহেলের গান

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ১২:২৫ পিএম প্রেমিকার জন্য সংগীতশিল্পী সোহেলের গান
সঙ্গীতশিল্পী সোহেল

ঢাকা : যুগে যুগে পৃথিবীতে জনপ্রিয়তা পেয়েছে দুই ধরনের গান। এগুলোর একটি প্রেমের গান, অন্যটি প্রেমে ব্যর্থ হওয়ার বেদনার গান। সম্প্রতি প্রেমিকাকে নিয়ে নবাগত সংগীতশিল্পী শিবচরের সোহেল ১০টি গান নিয়ে প্রকাশ করেছেন একক গানের অ্যালবাম ‘আমার ভালোবাসার মাহিয়া’। সোহেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানগুলো অবমুক্ত করা হয়।

উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থায় শিল্পী মনির খানের কণ্ঠে অঞ্জনার গান শুনে শিবচরের সোহেলের মনে শিল্পী হওয়ার বাসনা জাগে। আর সেই স্বপ্নপূরণ করতেই অনেক দিন গান শিখেছিলেন ওস্তাদ অর্জুন কুমার বিশ্বাসের কাছে। পরবর্তীকালে সোহেল প্রতীক হাসান, ন্যান্সিসহ অনেক জনপ্রিয় শিল্পীর চলচ্চিত্র ও অ্যালবামের গানে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি ‘আমার ভালোবাসার মাহিয়া’ নামক অ্যালবামের মাধ্যমে একজন কন্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। শিবচরের সোহেলের বাস্তব জীবনে ঘটে যাওয়া এক অন্যরকম ভালোবাসার গল্প থেকে জন্ম নেয়া এই অ্যালবামের প্রতিটি গানই দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে মনে করেন তিনি।

‘আমার ভালোবাসার মাহিয়া’ প্রসঙ্গে সোহেল বলেন, মাহিয়া আমার গ্রামের মেয়ে, যার সঙ্গে শিল্পী মনির খান অঞ্জনার মতো একটা ইতিহাস করার জন্য অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের টানে দুজন দুজনাকে নিয়ে জীবনের অনেক স্বপ্ন নিয়ে ঘর সাজাই। পরে মাহিয়ার পরিবারের জন্য আমাদের মধ্য দূরত্ব তৈরি হয়। সেই বিরহে মনের না বলা কথাগুলো গানের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি গানগুলো সবার ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার হারানো ভালোবাসা পুনরায় ফিরে পাই।

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner