1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শাহরুখের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ করালেন শুভশ্রী

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ১০:৪২ পিএম শাহরুখের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ করালেন শুভশ্রী
ফাইল ছবি

ঢাকাঃ কয়েকদিন আগেই দ্বিতীয়বারের মতো মা হওয়ার সুখবর দিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপরই স্বামী-সন্তানকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছেন তিনি। 

সেখানে নিজের কাটানো প্রতি মুহুর্ত প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। বিভিন্ন ছবি ও ভিডিওতে ধরা দিচ্ছেন খোলামেলা, সাহসী রূপে। 

এসব নিয়ে সমালোচনাও শুনতে হচ্ছে বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রীর। বিষয়টি যে মোটেও ভালোভাবে নেননি তিনি, সেটাই বোঝা গেল ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে। 

হিন্দুস্তান টাইমসের খবর, কিছুদিন আগে বলিউড বাদশাহ শাহরুখ খান সমালোচকদের উদ্দেশে কিছু কথা বলেছিলেন।

যেখানে এই অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমাকে নিয়ে অনেকদিন কোনো ট্রোল না হলে আমি চিন্তিত হয়ে পড়ি। আমার জনপ্রিয়তা কমে গেল নাকি! ট্রোলারের প্রোফাইল চেক করি। ও আচ্ছা, পরীক্ষা চলছে তাহলে ঠিক আছে! আমি শুধু সমালোচকদের একটাই অনুরোধ করব টুইটারে গালাগালি করলে বানানটা ঠিক করে নেবেন। ভুল বানানে না সেই মজাটা আসে না!’

শাহরুখের সেই ইন্টারভিউর ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘সমালোচকদের জন্য আমার অনুভূতি।’

তার এই পোস্টের পর থেকেই ভক্তদের মন্তব্য, নিন্দুকদের নিয়ে শাহরুখের মতো করেই ভাবেন এই অভিনেত্রী সেটাই যেনো বোঝাতে চাইলেন তিনি।

 

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner