1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সুস্থ প্রতিযোগিতা থাকলে ভালো সিনেমা তৈরি হবে: শাকিব খান

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৩:৪৫ পিএম সুস্থ প্রতিযোগিতা থাকলে ভালো সিনেমা তৈরি হবে: শাকিব খান
ফাইল ছবি

ঢাকাঃ এবার কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। দেশের ১০৫টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এটি। এ ছাড়া আরও চার সিনেমা মুক্তি পেয়েছে।

শাকিব চান, মুক্তি পাওয়া সবগুলো সিনেমা দর্শক দেখুক। শুধু তাই নয়, তার সিনেমা চলবে কি না— এটা ভেবে কোনো চাপ অনুভব করছেন না ঢালিউডের এই শীর্ষ নায়ক।

দেশের একটি গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘আমি কোনো ধরনের চাপই অনুভব করছি না। দর্শক যার যার পছন্দ অনুযায়ী সিনেমা দেখবেন। অবশ্যই তাদের ভিন্ন ভিন্ন পছন্দ আছে। প্রতিটা বাংলা সিনেমা দর্শক দেখুক, এটা প্রত্যাশা করছি। সিনেমা নিয়ে সুস্থ প্রতিযোগিতা থাকলে ভালো সিনেমা তৈরি হবে।’

নিজের সিনেমা প্রসঙ্গে শাকিব বলেন, ‘সিনেমাটি সব ধরনের দর্শকদের কাছে ভালো লাগবে বলে আমার ধারণা। অ্যাকশন, রোমান্সে ভরপুর সিনেমাটি প্রেমিক-প্রেমিকাসহ সব শ্রেণির দর্শকদের মুগ্ধ করবে। সবাই নির্দ্বিধায় হলে গিয়ে সিনেমাটি উপভোগ কর‍তে পারবে। বাংলাদেশের সব প্রিয়তমাদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার দর্শক, শাকিবিয়ানদের জানাই আমার প্রাণছোঁয়া ভালোবাসা।’

সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিবের নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner