1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ভালোবাসা দিবসে সুস্মিতা আনিস-তাহসানের নতুন চমক

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ১০:৪৬ এএম ভালোবাসা দিবসে সুস্মিতা আনিস-তাহসানের নতুন চমক
সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস ও তাহসান

ঢাকা : আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নতুক চমক নিয়ে আসছেন বাংলা গানের ভুবনে স্বমহিমায় উজ্জ্বল শিল্পী সুস্মিতা আনিস ও নতুন প্রজন্মের মন জয় করা শিল্পী তাহসানের নতুন গান ‘স্মৃতির ফানুস’।

টিউন অ্যান্ড ট্র্যাকস স্টুডিওতে সম্প্রতি রেকর্ড হয়েছে গানটি। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি থেকে প্রকাশ হতে যাওয়া গানটির সুর ও কম্পোজিশন করেছেন তাহসান খান এবং মিউজিকে রয়েছেন মেনন।

‘যদি কখনো মনের ভুলে ভুল করে আমায় মনে পড়ে/ খুঁজে দেখো পাবে ঠিকই আমাকে ওই আকাশের তারায়/ একটু সময় দিও আমায়/ সঙ্গে তোমার উড়াবো স্মুতির ফানুস’- রোমান্টিক সফট মেলোডি ঘরানার গানটির কথা লিখেছেন তাহসান ও লিমন।

জানা গেছে, সুস্মিতা আনিস ও তাহসানের স্মৃতির ফানুস গানের মিউজিক ভিডিওর শুটিং হতে যাচ্ছে ২৭ জানুয়ারি ফ্লাইবট স্টুডিওতে।গানটি ভিডিওচিত্র পরিচালনা করবেন নাহিয়ান আহমেদ। গানের ভিডিওচিত্রে মডেল হওয়ার কথা রয়েছে এ প্রজন্মের আলোচিত অভিনয়শিল্পী তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ। শ্রোতা ও দর্শকদের জন্য মিউজিক ভিডিওটি রিলিজ হবে আগামী ৮ ফেব্রুয়ারি সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সকল ডিজিটাল প্ল্যাটফর্মে। 

শিল্পী সুস্মিতা আনিসের নয়টি একক অ্যালবামের সঙ্গে রয়েছে অসংখ্য সিঙ্গেলস। তার সম্প্রতি জনপ্রিয় গানের মধ্যে অন্যতম  ‘কেউ জানুক আর নাই জানুক’  ‘তোমার আকাশ’ ‘মেঘের চিঠি’।

ভালোবাসা দিবস সামনে রেখে ‘স্মৃতির ফানুস’ গানটি সব ধরনের শ্রোতাদের হৃদয় জয় করবে বলে প্রবল আশাবাদ ব্যক্ত করেন শিল্পী তাহসান।

অন্যদিকে সুস্মিতা আনিস বলেন, আমি যখন গানটি গাইছিলাম, আমার মনে হচ্ছিল এই গানের কথা ও সুর আমাদের ভাসিয়ে নিয়ে যায় অন্য এক কল্পনার ভুবনে। 

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner