1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আকবর

বিনোদন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ০৩:০৮ পিএম মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আকবর

ঢাকাঃ সদ্য প্রয়াত ‘ইত্যাদি’ খ্যাত কণ্ঠশিল্পী আকবরকে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে মসজিদের পাশে সমাহিত করা হয়েছে আজ (১৪ নভেম্বর)। আকবরের গ্রামের বাড়ি যশোরের সুজলপুর গ্রামে যোহরের নামাজের পর তার জানাজা সম্পন্ন হয়।

যদিও আকবরের শেষ ইচ্ছা ছিল তিনি মায়ের কবরের পাশে সমাহিত হবেন। গতকাল তার স্ত্রী কানিজ ফাতেমা গণমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন।

আবার আকবরের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মায়ের কবরের পাশে স্থান সংকুলান না হওয়ায় মসজিদের পাশে তাকে (আকবরকে) সমাহিত করা হয়েছে।

গতকাল (১৩ নভেম্বর) আকবর রাজধানীর বারডেম হাসপাতালে মারা যাওয়ার পর তার মরদেহ মিরপুরের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় মসজিদে প্রথম নামাজে জানাজার পর তার মরদেহ রাতেই যশোরে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, দেড় যুগ আগে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে তুমুল হইচই ফেলে দেন তখনকার পেশায় রিকশাচালক আকবর। তবে সেই গান বদলে দেয় তার জীবন। রাস্তায় রিকশায় প্যাডেল মারা ছেড়ে গানে মনোনিবেশ করেন তিনি। এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামে ইত্যাদির জন্য মৌলিক গান করেন তিনি। এটিও পায় ব্যাপক জনপ্রিয়তা। সেই থেকে নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশে-বিদেশের মঞ্চেও নিয়মিত গাইতে থাকেন আকবর।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner