ঢাকা : ২০১৮ সালে সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হয়। সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপিকে আবেদনময়ী রূপে দেখা গেছে। পোস্টারটি নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল সে সময়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এই সিনেমার ক্যামেরা ওপেন হয়নি এখনো। সিনেমাটি পরিচালনা করার কথা ছিল তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাসের। এ বিষয়ে পরিচালক বলেন, ‘নানা ঝামেলায় সিনেমার কাজ আটকে গেছে। আপাতত শুটিং হচ্ছে না।’
‘কাটপিস’ নিয়ে নায়িকা পপি জানান, ‘প্রযোজক নিজেই এই সিনেমার নায়ক হতে চেয়েছেন। তাই ঝামেলা তৈরি হয়েছে। পেশাদার প্রযোজক না থাকায় চলচ্চিত্রের বারোটা বেজে যাচ্ছে! এই সংকট কাটিয়ে উঠে সিনেমার কাজ শুরু হবে কি না বলতে পারছি না।’
বুলবুল বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘রাজনীতি’ ২০১৭ সালে মুক্তি পায়। সিনেমাটি প্রশংসিত হয়। এরপরই তিনি ‘কাটপিস’ নির্মাণের ঘোষণা দেন।
উল্লেখ্য, নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রে কাটপিস সিনেমার আগ্রাসন শুরু হয়। অশ্লীলতার কারণে সিনেমাপ্রেমী দর্শক হলবিমুখ হতে শুরু করেন। দেশীয় চলচ্চিত্রের সেই অন্ধকার সময় তুলে ধরে ‘কাটপিস’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস।
আগামীনিউজ/বিআর/এনএনআর