1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গীতিকার কবির বকুলকে গ্রেফতারে বাসায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৬:০৪ পিএম গীতিকার কবির বকুলকে গ্রেফতারে বাসায় পুলিশ

ঢাকাঃ সিনিয়র সাংবাদিক ও পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলকে গ্রেফতার করতে তার বাসায় পুলিশ গিয়েছিল।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তার স্ত্রী কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি।

ফেসবুক পোস্টে মুন্নি লিখেন, বাসায় পুলিশ এসেছে কবির বকুলকে গ্রেফতার করতে। আমার বাচ্চাগুলো শক্ত হয়ে তাকিয়ে আছে আমার দিকে! জীবনে এমন অনুভূতির সামনে পড়তে হবে-তা কখনো কল্পনাও করিনি!

শনিবার সন্ধ্যায় ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে শনিবার দুপুরে তার বাসায় পুলিশের একটি টিম গিয়েছিল। কিন্ত তাকে বাসায় পাওয়া যায়নি।

অন্যদিকে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি বলেন, পুলিশ দেখে বাচ্চারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। এমন একটি পরিস্থিতির মুখোমুখি হবো ভাবিনি। পুলিশ বাচ্চাদের সঙ্গেও কথা বলেছে। জানতে চেয়েছে, ওর বাবা (কবির বকুল) কোথায়? এরপর কিছুক্ষণ থেকে পুলিশ চলে গেছে।

উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। এ ঘটনায় শুরু থেকেই আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

এ ঘটনায় গত ৬ নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাময়িকী কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আবরারের বাবা মুজিবুর রহমান। পরে গত ১৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন কবির বকুল, শুভাশিষ প্রামানিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।

আগামীনিউজ/মোরসু/এনএ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner