1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে বিচারক হলেন ফারুকী

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২২, ০৩:৫৬ পিএম সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে বিচারক হলেন ফারুকী

ঢাকাঃ সিডনি চলচ্চিত্র উৎসবের (এসএফএফ) বিচারক হলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবের ১২টি শাখার ছবির মূল্যায়ন করবেন বাংলাদেশি এই পরিচালক। 

তার সঙ্গে বিচারক হিসেবে আরও থাকছেন প্রশংসিত অভিনেতা-পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া-সভাপতি); বাফটা-মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ারবিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।

চলচ্চিত্র বিষয়ক পত্রিকা স্ক্রিন হাবকে উৎসবের পরিচালক নাশেন মুডলি জানান, ২০২২ সালের এ আয়োজনে জুরিদের পাঁচ জন পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও কুশলী। অন্যদিকে অসাধারণ সব ছবি আয়োজনের জন্য জমা পড়েছে। সব মিলিয়ে এবারের আয়োজনটি জাঁকালো হতে চলেছে।

এই বিচারকরা প্রতিযোগিতা বিভাগের ১২টি সিনেমার মধ্যে থেকে একটিকে পুরস্কার দেয়ার জন্য চূড়ান্ত করবেন। উৎসব শুরু হবে আগামী ৮ জুন, চলবে ১৯ জুন পর্যন্ত।

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক নাশেন মুডলি গণমাধ্যমে বলেন, ‘অফিসিয়াল প্রতিযোগিতায় দারুণ সব সিনেমা এবং পরিচালকদের কাজ থাকবে। জুরিদের কাজ কঠিন হবে বলে মনে হচ্ছে।’

এবার বসতে যাচ্ছে উৎসবের ১৩তম আসর। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে সাহসী ও আধুনিক চলচ্চিত্রকে স্বীকৃতি দেয়া হয়। ১৯ জুন স্টেট থিয়েটারে পর্দা নামবে উৎসবের। সেদিন বিজয়ীর নামও ঘোষণা করা হবে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner