
ঢাকা : নতুন সিনেমার প্রচারে প্রধান শিল্পী কমপক্ষে পাঁচ দিন সময় দিতে বাধ্য থাকবেন এমন নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। সম্প্রতি সমিতির চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত এক নতুন নীতিমালা নিয়ে মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন কমিটি গত বছর ৬ অক্টোবর চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের ২০ জন সদস্যের উপস্থিতিতে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়ন করে। যা গত ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।
চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত নীতিমালায় যা যা আছে
১. এক লাখ টাকার ওপরে যাদের পারিশ্রমিক, তারা কোনো যাতায়াত ভাতা পাবেন না।
২. কলাকুশলীদের অবশ্যই প্রযোজকের সঙ্গে চুক্তি করতে হবে। চুক্তি স্বাক্ষরের সময় প্রথম কিস্তিতে ২৫ ভাগ, পরে কাজের অগ্রগতির ভিত্তিতে বাকি ৭৫ ভাগ তিন কিস্তিতে পরিশোধ করা হবে।
৩. সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শুটিংয়ের সময়। মাঝে এক ঘণ্টা বিরতি। কোনো শিল্পী বা কলাকুশলী যদি সময়মতো না আসেন, তার জন্য সময়মতো শুটিং শুরু করা সম্ভব না হলে এই ক্ষতিপূরণ তাকেই বহন করতে হবে। কিন্তু শিল্পী আসার পরও যদি নির্দিষ্ট সময়ে ক্যামেরা চালু করা না হয়, তাহলে সেই ক্ষতিপূরণ দেবেন পরিচালক।
৪. পোশাকের জন্য কোনো শিল্পীকে টাকা দেয়া হবে না। গল্পের প্রয়োজনে তা প্রোডাকশন থেকে তৈরি করে দেয়া হবে। শুটিং শেষে প্রযোজকের কাছে পোশাক ফেরত দিতে হবে। কোনো পোশাক শিল্পীর পছন্দ হলে সেই পোশাক তৈরি খরচ দিয়ে শিল্পী নিতে পারবেন।
৫. নায়ক, নায়িকা, ভিলেন (প্রধান চরিত্রে) একজন করে সহযোগী নিতে পারবেন। এর ব্যয়ভার প্রোডাকশন থেকে বহন করা হবে। অতিরিক্ত কাউকে প্রোডাকশন বহন করবে না।
৬. নতুন সিনেমার প্রচারে প্রধান শিল্পীকে মুক্তির আগে পাঁচ দিন সময় দিতে হবে।
৭. আউটডোরে অবস্থানের সময় সহকারী পরিচালক ও সহকারী চিত্রগ্রাহক যাতায়াতের অর্ধেক হাতখরচ বাবদ পাবেন।
৮. যেসব কলাকুশলী দৈনিক ভিত্তিতে কাজ করে পারিশ্রমিক পান, তারা আউটডোরেও সেই পরিমাণ পারিশ্রমিক পাবেন।
নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সময়ের শীর্ষ নায়ক শাকিব খানসহ অন্য শিল্পীরা। এই নিয়ে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘এই উদ্যোগ সফল হলে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে। শিল্পী, কলাকুশলী, প্রযোজকরা লাভবান হবেন।
আগামীনিউজ/বিআর/এনএনআর