1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

১১ মার্চ থেকে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’

বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০২:৪৭ পিএম ১১ মার্চ থেকে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’

ঢাকাঃ দেশীয় ধারাবাহিক নাটকের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ তলানিতে গিয়ে ঠেকেছিল বলা যায়। এরকম পরিস্থিতিতে নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। হারিয়ে যেতে বসা সেই দর্শকদের এনে বসালেন পর্দার সামনে। দেখালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি।

তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরলেন অমি। দর্শক লুফে নিলেন তার সৃষ্টি। এরপর তাদের আগ্রহে ধারাবাহিকটির দ্বিতীয় ও তৃতীয় সিজন নির্মাণ করেন তিনি। প্রতিটি সিজনেই বেড়েছে দর্শক সংখ্যা।

তৃতীয় সিজন শেষ হওয়ার পর দর্শক ভেবে নিয়েছিলেন এখানেই যবনিকা টানছেন পরিচালক। কিন্তু না, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন নিয়ে ফের হাজির হচ্ছেন অমি। আজ রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেই এ কথা জানান তিনি।

অমি জানান, আসছে ১১ মার্চ থেকে সপ্তাহে শুক্র, শনি ও রোববার অর্থ্যাৎ সপ্তাহে তিনদিন ‘ব্যাচেলর পয়েন্ট— সিজন ৪’ প্রচার হবে। রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব। এরপর রাত ৯টায় সেটা উন্মুক্ত হবে ধ্রুব টিভিতে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি পর্ব প্রথমে টিভি এবং পরে ইউটিউবে দেখতে পারবেন দর্শক।

অমি বলেন, “দর্শক চাইছিলেন আমি যেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন নিয়ে আসি। সেই চাওয়া থেকে বেশ কিছুদিন ধরে ধারাবাহিকটি নিয়ে ভাবছি। একটু একটু করে চিত্রনাট্য লিখছি আবার কাটাছেঁড়া করছি। এভাবে একটি গল্প দাঁড়িয়ে গেছে। আগের সিজনগুলো থেকে নতুন সিজনটি নিয়ে বেশি ভাবতে হয়েছে। কারণ, চতুর্থ সিজনে দর্শকের বাড়তি প্রত্যাশা থাকবে। সেই তাড়না থেকে বেটার কিছু লিখতে চেয়েছি।”

নাটকের ভিন্ন আমেজ আনতে এর আগে ধারাবাহিকটির প্রতিটি সিজনে নতুন শিল্পী অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের সিজনেও নতুন করে দুজন শিল্পী যুক্ত করা হয়েছে। তারা হলেন— পারসা ইভানা ও আশুতোষ সুজন। যদিও তাদের চরিত্র সম্পর্কে কোনা ধারণা দেননি অমি। সারপ্রাইজ হিসেবেই রাখলেন। এছাড়া আগের সিজনগুলোর অনেকেই থাকছেন না নতুন সিজনে।

চতুর্থ সিজনের ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner