ঢাকাঃ ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আবু রায়হান জুয়েলের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পরীমনি।
বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্রটির জন্য গান লিখলেন তিনি।
তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আবু রায়হান জুয়েল।
নির্মাতা জুয়েলের অনুরোধেই এতে গান লিখেছেন জাফর ইকবাল। গানটির শিরোনাম ‘আয় আয় সব তাড়াতাড়ি’। এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ১০ জন নবীন শিশুশিল্পী।
নির্মাতা জুয়েল বলেন, “আমাদের ছবির উপদেষ্টা এবং টিম সদস্যরাও গানটি শুনে প্রশংসা করেন। তবে স্যার সন্দিহান ছিলেন গানটি আদৌ ভালো হয়েছে কিনা! শুটিং করে গানটি ভিডিও আকারে স্যারকে মেইলে পাঠাই। তিন মিনিট পরেই স্যার কল ব্যাক করে খুশী হয়ে মজা করে আমাকে বলেন, ‘তোমাকে মাইর দেয়া উচিত। গান তো অনেক সুন্দর হয়েছে। তোমার ম্যাডামকে নিয়ে দেখলাম।”
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার সহপ্রযোজনায় আছে বঙ্গ। অনেক আগেই সিনেমাটির শুটিং শেষ। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। আগামী মার্চেই মুক্তির অনুমতির জন্য এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ চিত্রনায়িকা পরীমনির সঙ্গে দ্বিতীয়বারের জুটি বেঁধেছেন সিয়াম। এতে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এছাড়াও ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক শিশুশিল্পী।
উল্লেখ্য, ড. মুহম্মদ জাফর ইকবাল একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক। লেখার ভুবনে তার অসামান্য জনপ্রিয়তা। তবে কখনো গান লেখেননি। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে নিলেন।
আগামীনিউজ/এমবুইউ