1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সপরিবারে করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৮:২৫ এএম সপরিবারে করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

ঢাকাঃ আবারও করোনায় আক্রান্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে ২০২১ সালের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজিটিভ এসেছিল তার।

তবে এবার ঋতুপর্ণা সেনগুপ্ত একা নন, স্বামী সঞ্জয় বাদে তার পরিবারের সবাই এই মহামারিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

পশ্চিমবঙ্গের বিশ্বাসযোগ্য একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’-এর শুট করতে গিয়েছিলেন ঢাকার ‘রাঙা বউ’। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য সঙ্গে নিয়েছেন স্বামী সঞ্জয়সহ পরিবারের সবাইকে। শুটিং ও আনন্দ করে ফিরেও এলেন কলকাতায়, টের পেলেন সবার গলা-বুকে-নাকে ঠাণ্ডাটা লেগে গেছে। 

পরীক্ষা করে দেখা যায়, স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের অন্য সবার পজিটিভ।

অভিনেত্রী বলেন, ‘দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তার পরেই ঠাণ্ডাটা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি করে রেখেছি এখন।’

এদিকে টলিউডে চলছে করোনা ঝড়! গত ক’দিনে টলিউডে করোনা পজিটিভ হয়েছেন রাজ-শুভশ্রী, মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত, সৃজিত, শ্রীলেখা প্রমুখ।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner