1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

করোনা আক্রান্ত দেব-রুক্মিণী-মিমি-পরমব্রত-রুদ্রনীল

বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৩:৪৮ পিএম করোনা আক্রান্ত দেব-রুক্মিণী-মিমি-পরমব্রত-রুদ্রনীল

ঢাকাঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, নায়িকা মিমি চক্রবর্তী- রুক্মিণী মৈত্র ও রুদ্রনীল ঘোষ।

বুধবার (৫ জানুয়ারি) বিভিন্ন সময় এই তারকাদের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।

দেব সোশ্যল মিডিয়ায় লিখেছেন, ‘আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। করোনা পরীক্ষার ফল হাতে পেয়েছি। আমার করোনা পজিটিভ; কোনও উপসর্গ ছাড়াই। আপাতত হোম আইসোলেশনে আছি।’

এর পরেই টুইট করেন রুক্মিণীও। তার কথায়, ‘আমিও কোভিড পজিটিভ। নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। পারিবারিক চিকিৎসকের নির্দেশ মেনে চলছি। পরিবারের সবার থেকে বিচ্ছিন্ন।’

ঠিক একইভাবে নিজের আক্রান্ত হওয়ার কথা জানান মিমি। বুধবার (৬ জানুয়ারি) টুইটে মিমি জানিয়েছেন, গত কয়েকদিন তিনি কোথাও যাননি। তারপরও মৃদু উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান। গতকাল সন্ধ্যায় রিপোটের ফল পজিটিভ আসে। এরপরই চিকিৎসককে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ নেন মিমি চক্রবর্তী। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন এই তারকা। 

এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর রুদ্রনীল টুইট করে লিখেছেন রাজ-শুভশ্রী, পরমব্রতর পর তারও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত বাড়িতেই আইসোলেশনে থাকছেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে পরমব্রত জানান, ২৭ ডিসেম্বর মুম্বাইয়ে থাকাকালীন তার মৃদু উপসর্গ ছিল। কিন্তু তখন রিপোর্ট নেগেটিভ এসেছিল। এরপর ২ জানুয়ারি পর্যন্ত আর কোনো উপসর্গ ছিল না। কিন্তু রুটিন টেস্ট করাতে গিয়ে করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

এদিকে ক্রমশ বাড়তে থাকা কোভিড পরিস্থিতি ও টলিউডের একের পর এক তারকাদের করোনা আক্রান্ত হওয়ার কারণে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। গতকালই এক আনুষ্ঠানিক ঘোষণায় এই খবর দেওয়া হয়।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner