1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’

বিনোদন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ১১:৫৬ এএম হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ জন্মদিন। তার স্মরণে নতুন একটা গান গাইলেন মেহের আফরোজ শাওন। ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ শিরোনামের এ গানটি হুমায়ূন আহমেদের প্রাণের জায়গা নুহাশপল্লীতে চিত্রায়িত হয়েছে। 

হুমায়ুন আহমেদের সাবলীল বাক্যে অজস্র গান নদীর মতো বয়ে চলছে। এমনই একটি গান ‘যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়’। সম্ভবত এমন কোন বাঙ্গালী সংগীত প্রেমী নেই যিনি এই গানটি উপভোগ করেন নাই। সহধর্মিণী মেহের আফরোজ শাওনের অভিমান ভাঙ্গানোর জন্য গানটি রচনা করেছিলেন প্রয়াত কিংবদন্তী।

গানটি রচনা করেছেন লন্ডন প্রবাসী প্রফেসর মোহাম্মদ ফজল। সংগীত পরিচালনা করেছেন এসআই টুটুল আর মিউজিক ভিডিও পরিচালনা এবং সিনেমাটোগ্রাফি করেছেন খায়ের খন্দকার। শুক্রবার (১২ নভেম্বর)এই গানটি প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে শাওন জানান, ‘হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষেই ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।’

তিনি আরও বলেন, যদি মন কাঁদে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ গান। শুধুমাত্র এই জন্য না যে শ্রোতারা গানটি অসম্ভব পছন্দ করেছেন। এই গানটির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত। গানটিতে যখন ভয়েস দেই তখন নিষাদ হুমায়ূন আমার পেটে। গানটির কোন মিউজিক ভিডিও করিনি আমরা। শ্রোতাদের এতো ভালোবাসা পেয়েছি যে অভিভূত বললে আসলে কম বলা হয়। আমি সৌভাগ্যবান এমন একটি গান গাইতে পেরেছি।  

শাওন বলেন, অনেক চমৎকার গান আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে। সব গান আসলে শ্রোতা প্রিয় হয় না, ভালোবাসা পায় না। আমি সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু এই গানটির দ্বিতীয় অধ্যায় হতে পারে এটি আমার মাথায় কখনও আসেনি। হঠাৎ করেই মোহাম্মদ ফজল আমাকে বলেন গানটির দ্বিতীয় অধ্যায় করা যেতে পারে। আমি প্রথমে বিষয়টি হেলাফেলা করেছিলাম। কিন্তু ভদ্রলোক হাল ছাড়েননি। তিনি বারংবার আমাকে জানানোর পর আমি দেখলাম গানটির মধ্যে হৃদয়ের টান আছে। 

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের।ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই লেখকের।

গানটি দেখতে ক্লিক করুন

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner