1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সালমানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনলেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা

বিনোদন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৪:২৫ পিএম সালমানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনলেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বেশ কয়েক বছর আগেই ভেঙে গেছে তাদের প্রেমের সম্পর্ক। তবে পর্দায় রোমান্স করতে দ্বিধা নেই কারও। ‘টাইগার থ্রি’ সিনেমায় আবারও জুটি বেঁধে পর্দায় হাজির হবেন বলিউডের তারকা জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তবে ভাইজানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন নায়িকা।

আসন্ন দীপাবলিতে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টি পরিচালিত সিনেমা ‘সূর্যবংশী’। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা। সেই সিনেমার প্রচারেই বিগ বসের ১৫তম সিজনের চলতি সপ্তাহের এপিসোডে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও রোহিত শেট্টিকে। এই এপিসোডের একটি প্রোমোতে সালমানের বিরুদ্ধে ক্যাটরিনাকে অভিযোগ করতে দেখা গেছে।


ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানের সঙ্গে একটি মজার খেলায় অংশ নেন ক্যাটরিনা। আর এতে বিচারকের ভূমিকা পালন করছেন রোহিত। খেলার মাঝেই বিচারক রোহিতের দিকে তাকিয়ে সালমানকে নিয়ে ক্যাটরিনা অভিযোগ করেন, ‘ইনি শুটিংয়ে সব সময় দেরি করে সেটে আসেন।’ এই অভিযোগের একটুও বিরোধিতা করেননি সালমান। অভিযোগ স্বীকার করে বলে ওঠেন, ‘কবুল হ্যায়’।

এখানেই শেষ নয়, ক্যাটরিনার অভিযোগ- অন্য কারও নাচের স্টেপ ফলো করেন না ভাইজান। সালমান সেটিও স্বীকার করে নেন। এরপর বিচারক হিসেবে থাকা রোহিত সালমানকে সাজা দিতে বলেন। সাজাস্বরূপ ৩০ সেকেন্ড তার চোখের দিকে নিজের প্রশংসা করতে বলেন ক্যাটরিনা। তখন সালমান বলেন, আপনার প্রশংসা যত কম করব, সেটিই যথেষ্ট। এরপর ক্যাটরিনা অভিযোগ করেন, সালমান সবসময় বেশি সিরিয়াস থাকেন। রোহিত জিজ্ঞাসা করেন এই সিরিয়াসনেস দূর করার জন্য কী শাস্তি দেবেন? ক্যাটরিনার জবাব- আমি খুব বাজে (নিরস) একটা জোকস বলব, তবু সালমানকে হাসতে হবে।

সেই এপিসোডের আরেকটি ভিডিওতে দেখা যায়, সালমানকে গান গাওয়ার নির্দেশ দেন ক্যাটরিনা। তাতেও রাজি হয়ে যান সালমান। ততক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে ‘ও মেরে দিল কে চ্যায়েন’ গানটি গাইতে শুরু করেন তিনি। সেই সঙ্গে মজার ভঙ্গিমায় নাচতেও দেখা যায় তাকে। সেটি দেখে নিজেকে ধরে রাখতে পারেননি ক্যাটরিনা, হেসে কুটিকুটি অবস্থা তার।

আগামীনিউজ/নাসির   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner