1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্রতিযোগী থেকে বিচারক পড়শী, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৪:১১ পিএম প্রতিযোগী থেকে বিচারক পড়শী, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টারের' ‘গলা ছেড়ে গাও’  স্লোগানে এই রিয়েলিটি শো’তে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীকে। তবে এই আয়োজনে  প্রতিযোগী নন, এবার দেখা মিলবে বিচারক পড়শীকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো’র বিচারকের আসতে বসতে যাচ্ছেন তিনি। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিতও এই গায়িকা।

কিন্তু এ নিয়ে স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তার ভেরিফাইড় ফেসবুক পেইজে। আহসান হাবিব নামে একজন লিখেন ''আপনি সিঙ্গার হিসেবে ভাল এতে কোন সন্দেহ নেই তবে আপনি বিচারক হিসেবে এখনো অনভিজ্ঞ, তাই আপনার এ প্রস্তাব গ্রহণ করা উচিত হয় নাই বলে মনে করি,,, ধন্যবাদ।''

ফাহমিদ অর্ক নামের আরেকজন লিখেন ''মৌলিক গান কয়টা তোমার ছোটবোন? আর যেই মৌলিক গান আছে সেগুলার কয়টা অটোটিউন ছাড়া?'' 

পড়শীর ক্যারিয়ারও শুরু হয়েছিল একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শো’র মাধ্যমে। যদিও এতে অনেকে বাহবা দিচ্ছেন পড়শি কে কিন্তু সেটা নেহাতই কম। 

এ সম্পর্কে পড়শী বলেন, ‘আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। আমি তখন মঞ্চে থেকে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগিদের গান শুনবো। একজন প্রতিযোগি যখন স্টেজে গান করতে আসেন তখন তার গানের সাথে স্বপ্ন, ভয়সহ অনেককিছু মাথায় কাজ করে। সেই অভিজ্ঞতা আমিও পার করে এসেছি। তাই আমি চেষ্টা করবো আমার  অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগিদের তুলে আনার। আমাকে একদিন কুমার বিশ্বজিত স্যার বলেছিলেন ‘তুইও একদিন বিচারক হবি’। এখন স্যারের কথা সত্যি হতে যাচ্ছে। এতে আমি অনেক আনন্দিত। আশা করি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে ভালো কিছু শিল্পীকে উঠিয়ে আনতে পারবো।

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’র রেজিষ্ট্রেশন শুরু হবে আগামী ১০সেপ্টেম্বও (শুক্রবার)। এখানে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গেয়ে  মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপ ইন্সস্টল করে রেজিস্ট্রেশন নাউ বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner