ঢাকাঃ ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর হবার পর আজ বুধবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কারামুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আজ সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা গাড়িতে করে এ কারাগার থেকে বের হন তিনি। এসময় তাকে সাদা পোশাক পড়া অবস্থায় দেখা যায়। এছাড়া তাকে বহনকারী ওই গাড়ির উপর থেকে দাঁড়িয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন। টানা ২৬ দিন পর মাদক মামলায় নিজ বাড়ি থেকে গ্রেফতার হবার পর কারাগার থেকে মুক্তি পেলেন জনপ্রিয় এ নায়িকা।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে আদালত থেকে পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়।
পরে আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরীমনিকে বুধবার সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
কারাগার সুত্রে আরও জানা যায়, গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই দিনই রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র্যাব। এরপর র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
এরপর তাকে আদালতে হাজির করলে প্রথমে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
উল্লেখ্য, জনপ্রিয় ঢাকাই সিনেমার এ চিত্রনায়িকা মাদক মামলায় গ্রেফতার হবার পর গেলো ৭ আগস্ট এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীমণির সদস্যপদ স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেসময় শিল্পীদের তেমন কাউকেই পরীর পক্ষে কথা বলতে দেখা যায়নি। তবে পরবর্তীতে অনেক শিল্পীই পরীর মুক্তির দাবিতে নিজেদের মতামত জানিয়েছেন। সর্বশেষ গ্রেফতারের ২৫ দিন পর গেল সোমবার (৩০ আগস্ট) রাতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনপ্রিয় এ নায়িকার মুক্তির দাবি করা হয়। পরে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার জামিন মঞ্জুর করা হয়।