ঢাকাঃ নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। ‘নূর’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফি। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন আরিফিন শুভ ও রায়হান রাফি।
জানা গেছে, সাত মাস আগে এই ছবি নির্মাণের পরিকল্পনা করা হয়। পরে শুভ ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ে মুম্বাই উড়াল দেওয়ায় ছবিটির কাজ বেশিদূর এগোয়নি।
ছবিটি প্রসঙ্গে শুভ বলেন, “সিনেমাটির গল্প ঢাকার বাইরের একটি ছোট্ট শহরকে ঘিরে। ফলে শুটিং করতে খুব একটা সমস্যা হবে না। এটি সহজ-সরল একটা নিরেট প্রেমের গল্পের সিনেমা। যেখানে আমি ‘নূর’ চরিত্রে অভিনয় করছি। এর আগে কখনো এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। কাজটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। আশা করি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।”
রায়হান রাফি বলেন, “আরিফিন শুভর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমরা দুজনেই চাচ্ছি নিজেদের প্রথম কাজটিকে স্মরণীয় করে রাখতে। সেভাবেই আগাচ্ছি। ঈদের পরই সিনেমাটির শুটিং শুরু করব। তার আগে আগামী কয়েক দিনের মধ্যে নায়িকাসহ অন্য অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হবে।”
এদিকে ছবিতে নায়িকার নাম এখনো ঘোষণা করেননি পরিচালক। কানাঘুষা হচ্ছে মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া ও বিদ্যা সিনহা মিম—এই তিন নায়িকার মধ্যে একজনকে নির্বাচিত করা হবে। এক্ষেত্রে মিমের দিকে পাল্লা ভারি দেখছেন নেট নাগরিকরা। পরিচালক সূত্রের খবর, ঈদের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছবির দৃশ্যধারনের কাজ শুরু হবে।
আগামীনিউজ/নাসির