1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নিক-প্রিয়াঙ্কা ঘোষণা করলেন অস্কার মনোনীতদের নাম

বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ১৬, ২০২১, ০১:৪০ পিএম নিক-প্রিয়াঙ্কা ঘোষণা করলেন অস্কার মনোনীতদের নাম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ চলচ্চিত্রের নোবেল হিসেবে পরিচিত অস্কারের ৯৩তম আসর বসতে চলেছে এপ্রিলের ২৫ তারিখ। প্রতিবছর ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গেছে।

আসর সামনে রেখে সোমবার (১৫ মার্চ) একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের চূড়ান্ত মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুই পর্বের উপস্থাপনার মধ্য দিয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। আন্তর্জাতিক সংবাদ সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের অস্কার মনোনীতদের তালিকায় নেটফ্লিক্সের ‘ম্যাঙ্ক’ ১০টি মনোনয়ন নিয়ে এগিয়ে আছে। এ ছাড়া অস্কারের তালিকায় আছে ‘দ্য হোয়াইট টাইগার’।

অস্কারে ঐতিহাসিকভাবে সেরা পরিচালকের তালিকায় জায়গা করে নিয়েছে দুই নারী পরিচালক ক্লোয়ে ঝাও ও এমেরাল্ড ফেনেল। পাশাপাশি সেরা ছবির তালিকায় আছে মোট ৮টি ছবি।

বিভিন্ন ক্যাটাগরিতে অস্কার মনোনীতদের তালিকা

সেরা অভিনেতা: রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম) মরণোত্তর, অ্যান্টনি হপকিংস (দ্যা ফাদার), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক), স্টিভেন ইয়ুন (মিনারি)।

সেরা অভিনেত্রী: ভোয়লা ডেভিস (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্যা ইউনাইটেড স্টেটস ভার্সেস বিল্লি হলিডে), ভ্যানেসা কিরবে (পিসেস অব এ উইম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোমাডল্যান্ড), ক্যারে মুল্লিগান (প্রমিসিং ইয়াং উইম্যান)।

সেরা ছবি: দ্য ফাদার, জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মশিহা, ম্যাঙ্ক, মিনারি, নোমাডল্যান্ড, প্রমিসিং ইয়াং উইম্যান, সাউন্ড অব মেটাল, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭।

সেরা পরিচালক: ক্লোয়ে ঝাও (নোমাডল্যান্ড), এমেরাল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং উইম্যান), ডেভিড ফ্লিনচার (ম্যাঙ্ক), থমাস ভিনটেরবার্গ (অ্যানাদার রাউন্ড), লি ইসাক চাং (মিনারি)।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner