ঢাকাঃ শুক্রবার দেশের ২৫ সিনেমা হলে মুক্তি পেয়েছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা। এটি দিয়েই চিত্রনায়িকা হিসেবে অভিষেক হলো দোয়েল-কন্যা দীঘির।
দীঘির মা দোয়েল ছিলেন ঢাকাই সিনেমার নায়িকা। বাবা সুব্রতও নিয়মিত সিনেমায় অভিনয় করেন। দিঘীর পুরোনাম প্রার্থনা ফারদিন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলীওয়ালা’ সিনেমায় তিনি প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। সেই সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দীঘি।
শিশুশিল্পী হিসেবে ৩০টির মতো সিনেমায় অভিনয় করা দীঘির নায়িকা হিসেবে অভিষেক হলো ‘তুমি আছো তুমি নেই’ দিয়ে। ছবিটি মুক্তির কয়েকদিন আগে ট্রেলার প্রকাশিত হওয়ার পর দীঘির মন্তব্যের কারণে ছবিটার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর মানহানি মামলার কথা শোনা গেলেও এখন পর্যন্ত মামলার সত্যতা মেলেনি। সিনেমা-সংশ্লিষ্ট অনেকের মত, ছবির প্রচারণার কৌশল হিসেবে এটা করে থাকতে পারে প্রযোজনা সংস্থা।
দীঘি গণমাধ্যমকে জানান, শুক্রবার ছিলো আমার জন্য একেবারে অন্যরকম একটা দিন। ঠিক বোঝাতে পারছি না। অন্য রকম এক অনুভূতি হচ্ছে ভেতরে ভেতরে। নায়িকা হিসেবে আমার অভিনীত প্রথম ছবি মুক্তি পেয়েছে। এটা আমার জন্য স্মরণীয় দিন।’এদিকে, দীঘি অভিনীত আরেকটি ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তির অপেক্ষায় রয়েছে। শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির জনক ‘বঙ্গবন্ধু’ বায়োপিকেও অভিনয় করছেন দীঘি।
আগামীনিউজ/প্রভাত