1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‘কেজিএফ টু’ মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে মোদির কাছে চিঠি

বিনোদন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১, ০৩:১৩ পিএম ‘কেজিএফ টু’ মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে মোদির কাছে চিঠি
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আগামী ১৬ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মু্ক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ চ্যাপ্টার টু’। সিনেমাটি মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে অভিনেতা যশের ভক্তদের একটি গ্রুপ।

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় ছবিটির প্রথম কিস্তি 'কেজিএফ চ্যাপ্টার ওয়ান'। মুক্তির পর ছবিটি তুমুল সাড়া জাগায়। তাই পরের কিস্তি দেখার জন্য আড়াই বছর ধরে অপেক্ষায় আছেন দর্শক। এবার যখন পরিচালক ছবিটি মু্ক্তির তারিখ ঘোষণা করলেন যশ ভক্তরা আর বসে থাকতে পারলেন না। সরকারি ছুটি চেয়ে আবেদন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরাবর। যে চিঠিটি দ্রুত ভাইরালও পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চিঠিতে লেখা রয়েছে, আমরা সবাই জানি বহুল প্রতীক্ষিত কেজিএফ-চ্যাপটার টু সিনেমা আগামী ১৬ জুলাই শুক্রবার মুক্তি পাবে। সবাই সিনেমাটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। সুতরাং, আমরা আপনাকে সরকারি ছুটির দিন ঘোষণা করার অনুরোধ করছি। আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন। এটা শুধু সিনেমা নয়, একটা ইমোশন।

প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ- চ্যাপটার টু’ সিনেমাটিতে যশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। পুরো ভারতেই হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় এটি মুক্তি পাবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner