1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

শিগগিরই আসছে মোশাররফ করিমের ‘ডিকশনারি’

বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ০২:১৭ পিএম শিগগিরই আসছে মোশাররফ করিমের ‘ডিকশনারি’
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ প্রথমবার কলকাতার একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ব্রাত্য বসু পরিচালিত ছবিটির নাম ‘ডিকশনারি’। ছবির কাজ শেষ। এখন মুক্তির অপেক্ষা।

ছবিতে মোশাররফ করিমের চরিত্রের নাম মকরক্রান্তি চ্যাটার্জি। যে কিনা খুব বেশি পড়াশোনা করেননি, তবে একটি কোম্পানির মালিক। ইতিমধ্যে ফেসবুকে ছবির একটি পোস্টার প্রকাশ করেছেন মোশাররফ করিম।  

ক্যাপশনে তিনি লেখেন, মকরক্রান্তি চ্যাটার্জি। মার্ক অ্যান্ড চ্যাটার্জি রিয়েল এস্টেট কোম্পানির মালিক। স্ত্রী (শ্রীমতী) আর ছেলেকে (রাকেশ) নিয়ে রাজারহাটের বহুতলে থাকেন। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে উঠে আসা মকর, ছেলেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানানোর স্বপ্ন দেখেন। ইংরেজি ভাষা বলা নিয়ে মকরের বিশেষ দুর্বলতা আছে।

তবে কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে, সে বিষয়ে কোনো তথ্য দেননি এই অভিনেতা। জানালেন, শিগগিরই আসছে। 

সিনেমাটিতে মোশাররফ করিম ছাড়াও স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অভিনেত্রী নুসরাত জাহানকে।

বুদ্ধদেব গুহর লেখা দুটি ছোটগল্প ‘স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘ডিকশনারি’ এতে পুরুলিয়ার বন বিভাগের কর্মকর্তা অশোক সান্যালের চরিত্রে অভিনয় করেছেন আবির। মার্জিত, রুচিশীল, কথা কম বলা অশোক সরকারি বাংলোতে স্ত্রী স্মিতা ও মেয়ে চানুর সঙ্গে থাকেন। স্মিতার চরিত্রই সিনেমাতে ফুটিয়ে তুলেছেন নুসরাত জাহান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner