1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বেড়াতে গিয়ে ট্রোলের শিকার মিমি

বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১, ০৭:৪৭ পিএম বেড়াতে গিয়ে ট্রোলের শিকার মিমি
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ দুবাইয়ে গিয়েও ট্রোল সংস্কৃতির জ্বালা এড়াতে পারলেন না মিমি চক্রবর্তী। বালুকাবেলায় ছবি পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। তাতেই কটাক্ষ শুনতে হল তাকে। সাংসদ হয়ে দুবাইয়ে বেড়ানোর অপরাধে নেটিজেনদের বিদ্রূপের শিকার হতে হল তাকে।

সারা বছর কাজের ব্যস্ততা থাকলেও বছরের শেষ কিংবা শুরুর শীতে বাঙালি একটু তল্পিতল্পা গুটিয়ে বেড়িয়ে পড়তেই ভালবাসে। ব্যতিক্রম নন মিমি চক্রবর্তীও। দুবাই ঘুরতে গিয়ে মরুভূমি থেকে ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী তথা যাদবপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ। অনেকেই সে ছবি দেখে মুগ্ধ হয়েছেন। আবার অনেকে তা নিয়ে আপত্তি জানিয়েছে।

মিমির ছবির কমেন্ট বক্সে লেখা হয়েছে, “আপনি সাংসদ? একদমই না… এমন এক সাংসদ যাঁর মানুষের জন্য কাজ করার কথা তিনি নাকি দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন… বাহ!”

উল্লেখ্য,নেটদুনিয়ায় ট্রোলের সংস্কৃতি নতুন নয়। অভিনেতা, অভিনেত্রী থেকে রাজনীতিবিদ, প্রত্যেককে এর মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে মিমি চক্রবর্তীর মতো যাঁরা বিনোদন পেশা থেকে রাজনীতির জগতে গিয়েছে। সাংসদ হলে কি বেড়াতে যাওয়া যায় না? ক্ষণিকের অবসর নেওয়া যায় না? এই প্রশ্নও তুলেছেন অনেকে। অবশ্য ট্রোলের ফাঁদে না পড়ে এড়িয়ে যেতেই পছন্দ করেন অভিনেত্রী-সাংসদ। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালবাসেন তিনি।

কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল মিমির দ্বিতীয় রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’। মৌসুনি দ্বীপে মিউজিক ভিডিওর শুটিং করেছিলেন মিমি। পাশাপাশি, মৌসুনি দ্বীপে পর্যটনকে উৎসাহ দিয়ে একটি ভিডিও’ও আপলোড করেছিলেন। দুবাইয়ে মিমির নতুন ছবি ও ভিডিও দেখে একাংশের অনুমান, আবার হয়তো কোনও নতুন মিউজিক ভিডিও উপহার দিতে চলেছেন তারকা সাংসদ।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner