1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মেয়ের সেন্স অব হিউমার নিয়ে তাহসান-মিথিলার খুনসুটি

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০, ০২:৩৬ পিএম মেয়ের সেন্স অব হিউমার নিয়ে তাহসান-মিথিলার খুনসুটি
ছবি: সংগৃহীত

ঢাকাঃ তাদের ডিভোর্স হয়ে গেছে। একজন ঘরও বেঁধেছেন নতুন করে। তবু তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রয়ে গেছে। তার বড় একটা কারণ অবশ্য তাদের মেয়ে আয়রা। বলছি অভিনেতা ও গায়ক তাহসান খান ও অভিনেত্রী মিথিলার কথা।

মেয়ের জন্য তারা ডিভোর্সের পরও একসঙ্গে ঘুরতে বেরিয়েছেন। সেই ছবি প্রকাশ করে পেয়েছেন সুন্দর সম্পর্ক ধরে রাখার প্রশংসা।

আবারও তাদের সেই সম্পর্কের প্রমাণ মিললো ইনস্টাগ্রামে। মেয়েকে নিয়ে তাহসান-মিথিলা মেতে উঠলেন খুনসুটিতে।

গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে বাবা-মেয়ের খুনসুটির ঝলক পাওয়া গেল তাহসানের ইনস্টাগ্রাম পেজে। নানা রকম ফিল্টার লাগিয়ে ইংরেজিতে মজার মজার কথা বলছে ছোট্ট আয়রা। তাকে সমান তালে সঙ্গ দিয়ে চলছেন তাহসান। সাধারণত তাহসান স্বল্প কথার মানুষ বলেই পরিচিত ঢালিউড তথা অনুরাগী মহলে। মেয়েকে পেয়ে যেন সব বদলে গেল। আয়রার সঙ্গে কিছু মুহূর্তের জন্য তিনিও ফিরে গেলেন শৈশবে।

বাবা-মেয়ের যুগলবন্দি দেখে হাসি ধরে রাখতে পারেননি মিথিলাও। তাহসানের পোস্টে হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের এভাবে দেখে কতটা খুশি অভিনেত্রী।

এর পরই তাহসান লেখেন, ‘সেন্স অফ হিউমার একদম আমার মতো’। তার কথায় সহমত পোষণ করেছেন মিথিলাও। তাহসান-মিথিলার সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও। ছোট্ট আয়রাকেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।

তাহসান-মিথিলার সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও।

জানা গেছে, বর্তমানে কাজের জন্য মেয়েকে নিয়ে ঢাকায়ই আছেন অভিনেত্রী মিথিলা। থাকবেন বেশকিছুটা সময়। ঢাকায় থাকায় আয়রা পেয়ে গেল বাবার সান্নিধ্য।

আগামীনিউজ/প্রভাত

 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner