1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

‍‍`এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ‍‍`

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০, ০১:৪২ পিএম ‍‍`এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ‍‍`
ছবি সংগৃহীত

ঢাকাঃ সারাদেশে অব্যাহত ধর্ষণের খবরে জনমনে বিরাজ করছে আতঙ্ক। ফুঁসে উঠেছে ছাত্র জনতা। এদিকে নেট দুনিয়ায় প্রতিবাদে ছেয়ে গেছে টাইমলাইন। মুখ খুলছেন বিনোদন জগতের তারকারাও। ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড কিংবা ক্রসফায়ারই নয় সরাসরি টেলিভিশনে সম্প্রচারের করার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়েছেন  অভিনেত্রী জয়া আহসান।

ফেসবুকে দেওয়া তাঁর পোষ্টটি হুবহু তুলে ধরা হলঃ 

ছিঃ

কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্মম নিষ্ঠুর ভিডিও আমারই দেশে তৈরি, এও বিশ্বাস করতে হবে? আমারই কোনো বোনকে লাঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তে ভেজা লাল–সবুজের দেশে?

নিষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিত স্ত্রী, ঘরের কোণে সংসারী মা- সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্বনাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?

না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছিঃ।
আর, তুমি এই হৃদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner