1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

নায়করাজকে উৎসর্গ করে বাংলো, আবেগাপ্লুত বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০২:৩৭ পিএম নায়করাজকে উৎসর্গ করে বাংলো, আবেগাপ্লুত বাপ্পারাজ
নায়করাজ রাজ্জাক ও বাপ্পা রাজ

ঢাকা: কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে উৎসর্গ করে শ্রীমঙ্গলে নির্মাণ করা হয়েছে বাংলো। আর বিষয়টি দেখে আবেগাপ্লুত হয়েছেন রাজ্জাকপূত্র নায়ক বাপ্পারাজ। গত ২১ ফেব্রুয়ারি  মা লক্ষীকে নিয়ে তারা শহরের রাধানগরে হারমিটেজ গেস্ট হাউজে গিয়েছিলেন। এর নামফলকটি দেখে বেশ বিস্মিত হন তারা। সেখানে উৎসর্গ পত্রে লেখা আছে, ‘নায়করাজ রাজ্জাক স্মরণে-যিনি এই পর্ণকুটিরে একাধিকবার পদধূলি দিয়াছেন’। নিজের বাবার নামে বাংলা উৎসর্গ দেখে অনেকটাই আবেগাপ্লুত হন বাপ্পারাজ।

জানা গেছে, গত ছয়মাস আগে গেস্ট হাউজ এরিয়াতে নতুন বাংলো তৈরি করা হয়। তখনই এটি উৎসর্গ করা হয়েছে। বাংলোর কর্ণধার আইনজীবী সুলতানা ফাইজুন্নাহার।

বাপ্পারাজ বলেন, ‘আমি, আমার পরিবার সুলতানা ফাইজুন্নাহার আন্টির কাছে ভীষণ কৃতজ্ঞ। আমরা এমনিতেই ক’দিনের জন্য সেখানে বেড়াতে গিয়েছি। কিন্তু সেখানে গিয়ে এতটা ভালোবাসা পাব তার টের পাইনি। আব্বা চলে যাবার পর অনেকেই অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুঝতে পেরেছিলাম, কিছুই হবে না। কিন্তু বাবা সাধারণ দর্শক ও মানুষের মনে স্থান করে নিয়েছেন। তারাই এর প্রতিদান দিচ্ছেন।’

২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান দেশের চলচ্চিত্রের সেরা এ নায়ক। এরপর তার নামে সড়ক ও বিএফডিসির একটি ফ্লোরের নামকরণ করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তবে এটি নিয়ে আক্ষেপ নেই বলে জানালেন বাপ্পারাজ। পাশাপাশি নায়করাজের প্রতি ভালোবাসা প্রকাশ করায় দেশের মানুষ ও তার ভক্তকুলের কাছে কৃতজ্ঞতা করেন তিনি।

আগামীনিউজ/বিআর
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner