1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

 সাগরের আর্তনাদ- এ ব্যথিত কণ্ঠশিল্পী সালমা (ভিডিও)

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০, ০৯:৩১ এএম  সাগরের আর্তনাদ- এ ব্যথিত কণ্ঠশিল্পী সালমা (ভিডিও)
স্বামী সানাউল্লাহ নূর সাগর ও সালমা

ঢাকা : সম্প্রতি অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমাকে উৎসর্গ করে নতুন উপন্যাস প্রকাশ করেছে স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। বইটির নাম ‘আর্তনাদ’। একুশে বইমেলায় বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি মুজিবুর রহমান। এটি পুরনো খবর।

নতুন খবর হল সাগরের এই বইটি ব্যপক প্রশংসিত হয়েছে। বেড়েছে বিক্রিও। স্বামী সানাউল্লাহ নূর সাগর উপন্যাসটি লেখার শুরু থেকে উৎসাহ যুগিয়েছেন সালমা।

রনস টিভি ইউটিব চ্যানেলে সম্প্রতি এক সাক্ষাতকারে একথা জানিয়েছেন সালমার স্বামী সাগর। আড্ডায় সাগর উপন্যাসের উল্লেখযোগ্য অংশ দর্শক ও পাঠকদের পড়ে শুনিয়েছেন সাগর। এ সময় আপ্লুত হন সালমা। শুথু সালমাই নয় আড্ডা উপস্থিত থাকা উপস্থাপক ও কলাকুশলীদেরও চোখে জন চলে আসে। নিজেকে কিছুটা স্বাবাবিক করে সালমা বলেন, আর্তনাদ এমন একটি উপন্যাস যা দিয়ে একটি সিনেমা হয়। আমার সামর্থ্য থাকলে উপন্যাসটি একটি মুভি করে সাগরকে সারপ্রাইজ দিতাম। সেটা যেহেতু এই মুহুর্তে পারছি না আর্তনাদকে ভেবে একটি গানেনের কিছু অংশ শুনাই।

সালমার সেই গানটি  দেখতে এখানে ক্লিক করুণ (ভিডিও)

বইটি নিয়ে সানাউল্লাহ নূর সাগর বলেন, ‘ আমার প্রথম লেখা বই বিষাদের উপন্যাস আর্তনাদ। বাস্তবতার নিরিখে বইটি লেখা। বইটি উৎসর্গ করেছি আমার সহধর্মিণী মৌসুমী আক্তার সালমাকে। তার অনুপ্রেরণাতেই খুব স্বল্প সময়ে বইটি লেখা। সবাই বইটি পড়বেন। আশাকরি ভাল লাগবে।’
শব্দশিল্প প্রকাশনীর ২৪০,২৪১ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

আগামীনিউজ/বাবুল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner