
ঢাকা: শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে সারাদেশে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘বীর’ । এরই মধ্যে সিনেমা ট্রেলার, গান দর্শকদের মুগ্ধ করেছে।
‘বীর’ মুক্তি উপলক্ষে বুধবার ঢাকা ক্লাবের স্যামসন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম। সেখানে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন সিনেমার অভিনেতা ও প্রযোজক শাকিব খান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়ক আলমগীর, খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক শাকিব খান, নির্মাতা কাজী হায়াত, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, মালেক আফসারী প্রমুখ।
সিনেমা মুক্তি নিয়ে শাকিব খান বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘বীর’ । ছবিটির জন্য বন্ধ হয়ে যাওয়া হলগুলো নতুন করে চালু হচ্ছে। ওইসব হলসহ ৮০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বীর’।
ছবিটির মাধ্যমে অর্ধশত ছবির কোটা পুরণ করলেন এ পরিচালক কাজী হায়াৎ।
ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন শাকিব খান নিজেই। এটি তার তৃতীয় প্রযোজিত সিনেমা। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেন শাকিব। শাকিব-বুবলী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।
আগামীনিউজ/বাবুল