ভোলার বোরহানউদ্দিন উপজেলায় টানা ১৭ বছর প্রাথমিক সমাপনি পরীক্ষায় প্রথম স্থান দখল করে আসছে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। সর্বশেষ ২০১৯ সালে ২৫ টি এ+ সহ শতভাগ পাশের মধ্যে দিয়ে এ ধারাবাহিকতা বজায় রাখছেন এ প্রতিষ্ঠানটি।
সূত্রমতে জানা গেছে, শতবর্ষী প্রতিষ্ঠান বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বোরহানউদ্দিন উপজেলায় শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্ব পূর্ণ অবদান রাখছেন। এ প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৫২৪ জন।
এব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকা নুরুন নাহার জানান, প্রতিষ্ঠানটি ২০০৩ সাল থেকে প্রাথমিক সমাপনি পরীক্ষার উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জনের সাথে ২০০৪ সালে বরিশাল বিভাগীয় পর্যায় ২য় স্থান অর্জন করে।
এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষক মণ্ডলি কর্মদক্ষতা ও দায়িত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নুরুন নাহার বলেন, ভবিষ্যৎ এ ধারাবাহিকতা বজায়ের সাথে আরো উন্নতি চেষ্টা চালিয়ে যাব।
আগামী নিউজ/এমআর/এসএম