1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সারাদেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৪:২৪ পিএম সারাদেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ওমিক্রন সংক্রমণ বাড়ছে। সেজন্য সারাদেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। সবাইকেই টিকার আওতায় আনা হবে। আমাদের দুই বছরের অভিজ্ঞতা বলছে, মার্চ মাসের দিকে করোনা সংক্রমণ বাড়ছে। তাই মার্চ মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর দনিয়া কলেজের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার রয়েছে। মুখস্থ, পরীক্ষা নির্ভর ও সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়; আমরা এমন শিক্ষা ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি তোমরা দক্ষতা অর্জন করবে। শিক্ষা ব্যবস্থায় জ্ঞানের পাশাপাশি দক্ষতাগুলো যদি দিতে না পারি, তাহলে সে ব্যর্থতা আমাদের।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আগের তিনটা বিপ্লবও আমরা ধরতে পারিনি। আইসিটিতে দক্ষ না হলে চতুর্থ শিল্প বিপ্লবপ আমাদেরকে পেছনে ফেলে চলে যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের শৈশব থেকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি বান্ধব হবে। একই সাথে মানবিক মানুষ হতে হবে। আশা করি তোমরা দক্ষ, যোগ্য ও সুনাগরিক হবে।

দনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি কে এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner