1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বশেমুরকৃবি’তে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৮:১৭ পিএম বশেমুরকৃবি’তে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
ছবি: আগামী নিউজ

গাজীপুরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ‘হ্যান্ডস অন ট্রেনিং অন জিআইএস এন্ড রিমোট স্যানসাইং’ (Hands on Training on GIS & Remote Sensing) বিষয়ক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে ‘মডেলিং ক্লাইমেট চেঞ্জ ইমপ্যাক্ট অন এপ্রিকালচার এন্ড ডেভেলপিং মিটিগেশন এন্ড এ্যাডাপটেশন স্ট্রেটেজিস ফর সাসটেইনিং এগ্রিকালচার প্রোডাকশন ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।  

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানী ও উক্ত প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান সভাপতিত্ব করেন।

কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান খানের সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রথিতযশা বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন। 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়া আশা প্রকাশ করে বলেন, কর্মশালায় অংশগ্রহণকারী বিজ্ঞানীগণ মনোযোগী হয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং কর্মজীবনে এর সফল প্রয়োগ করে কৃষি গবেষণায় বলিষ্ট ভূমিকা রাখবেন। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner