1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জবির অনলাইনে পরীক্ষার নীতিমালা পাশ ,অর্ধ নম্বরে পরীক্ষা

জবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৮:২৪ পিএম জবির অনলাইনে পরীক্ষার নীতিমালা পাশ ,অর্ধ নম্বরে পরীক্ষা
ফাইল ছবি

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কাউন্সিলের এক সভায় অনলাইনে পরীক্ষা নেয়ার নীতিমালা পাশ হয়েছে  । 

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫৫ তম একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন পরীক্ষার নীতিমালার ব্যাপারে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

আগামী সোমবার সিন্ডিকেটে পাশ হবার পর চূড়ান্ত অনুমোদন পাবে। এরপর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যেকোনো বিভাগ বা ইন্সটিটিউট অনলাইনে পরীক্ষা নিতে পারবে। তবে তা অবশ্যই পরীক্ষা নেয়ার ৪ সপ্তাহ আগে নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে এবং পরীক্ষা হবে কোর্সের ৫০ শর্তাশ নম্বরের আর সময়ও কমিয়ে করা হবে অর্ধেক। খাতা মূল্যায়নের সময় সেগুলোকে পূর্ণাঙ্গ করে ফলাফল প্রকাশ করা হবে।  

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, অনলাইন পরীক্ষার নীতিমালাটি একাডেমিক কাউন্সিলে অনুমোদন পেয়েছে। এরপর এটি আগামী সোমবার সিন্ডিকেট সভায় অনুমোদন দেয়া হবে। অনলাইনে পরীক্ষা ৫০ শতাংশ নম্বরের  হবে, পরবর্তীতে তা কনভার্ট করে দেয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের ছাত্ররাও এতোটা প্রশিক্ষণপ্রাপ্ত না। এজন্য সময় কম করে সেইভাবে পরীক্ষা নেয়া হবে।

"আমরা সরকারের বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত দেখে পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত নিবো। সরকারি সিদ্ধান্ত ছাড়া আমরা খুলতে পারবো না। নীতিমালা সিন্ডিকেটে পাশ হলে আমরা দেখবো সরাসরি নেয়া যায় কি না। সরাসরি নেয়া গেলে আমরা সরাসরিই পরীক্ষা নিবো। আর বিশ্ববিদ্যালয় না খোলা গেলে অনলাইনে পরীক্ষা নিবো। তা অবশ্যই চার সপ্তাহ আগে নোটিশ দিয়ে।"

একাডেমিক কাউন্সলের সভায় অনলাইন পরীক্ষার নীতিমালা পাশের ব্যাপারে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, অনলাইন পরীক্ষার নীতিমালা সুপারিশ করা হয়েছে। সিন্ডিকেটে তা পাশ হবে। আমরা অফলাইন, অনলাইন দুইভাবেই পরীক্ষা নেওয়ার পক্ষে। অক্টোবরের মাঝামাঝি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একটা আভাস দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হলে আমরা অফলাইনেই পরীক্ষা নেবো। অফলাইনে নেওয়া না গেলে আমরা নীতিমালা চূড়ান্ত করছি সেই অনুসারে অনলাইনে হবে এবং যেভাবেই পরীক্ষা হোক তার চার সপ্তাহ আগে শিক্ষার্থীদের জানানো হবে।

অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, অনলাইন পরীক্ষার নীতিমালা হওয়া মানেই পরীক্ষা অনলাইনে হবে এমন নয়, অক্টোবর এ বিশ্ববিদ্যালয় না খুললে তখন আমরা অনলাইন পদ্ধতিতে যাব।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাব্য তারিখ বা পরীক্ষার তারিখ সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি, তা সেটা এখনই বলতে পারছিনা।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা চূড়ান্ত হয়েছে। সিন্ডিকেটে পাশ হবে। অফলাইন বা অনলাইন দুইভাবেই পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, আমাদের মিটিং করতে করতে ও তো ইন্টারনেট চলে যায়, কারেন্ট চলে যায়, তখন আমরাও ডিসকানেক্ট হয়ে যাই। পরীক্ষার সময় যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে দিতে ডিসকানেকটেড হয়ে যায় তবে পাঁচ মিনিটের ভিতরে দায়িত্বরত শিক্ষককে জানাতে হবে। তখন তাদেরকে আমরা আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো। এ বিষয়টি অনলাইন পরীক্ষার নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল কাদের বলেন, গুগল ক্লাসরুম বা জুম মাধ্যমে পরীক্ষা নেয়া যাবে। এখন থেকে যেকোন বিভাগ অনলাইনে পরীক্ষা নিতে পারবেন তবে তা অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে।

ইতিপূর্বে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত অনলাইনে পরীক্ষা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ ও প্রক্টর ড. মোস্তফা কামাল বরাবর স্মারকলিপি দেয়া হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner